এলনিউজ২৪ডটকম : প্রাথমিক শিক্ষা সমাপনী (পিইসি) পরীক্ষায় লোহাগাড়ায় পাসের হার ৯৬ দশমিক ৪৫ শতাংশ এবং ইবতেদায়ী সমাপনীতে পাসের হার ৯২ দশমিক ৮৪ শতাংশ। ৩০ ডিসেম্বর (শনিবার) দুপুর ২টায় প্রকাশিত ফলাফলে এ তথ্য জানা গেছে।
এই বছর নজুমুন্নিছা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৪১ জন, আমিরাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ২০ জন, সাতগড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ১৭ জন, চুনতি হাকিমিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ১৫ জন এবং ইকরা আবদুল জব্বার কিন্ডারগার্টেনে ২৭ জন এ+ লাভ করেছে। লোহাগাড়া উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস সূত্রে এ তথ্য জানা যায়।
