- Lohagaranews24 - http://lohagaranews24.com -

লোহাগাড়ায় পাহাড় কাটার এস্কেভেটর জব্দ

375

এলনিউজ২৪ডটকম : লোহাগাড়া উপজেলার চরম্বা ইউনিয়নের বিবিরবিলা করমুছড়া খালের পাশে পাহাড়ি এলাকায় অভিযান চালিয়ে একটি এস্কেভেটর জব্দ করেছে পুলিশ। গত ৯ ফেব্রুয়ারী শনিবার দুপুরে পুলিশ স্বপ্রণোদিত হয়ে এ অভিযান পরিচালনা করেন। জব্দকৃত এস্কেভেটর চরম্বা ইউপি’র ৪নং ওয়ার্ড মেম্বার ওসমান গণির জিম্মায় রাখা হয়েছে। বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেছেন লোহাগাড়া থানার ওসি (তদন্ত) মোহাম্মদ জহির উদ্দিন।

তিনি আরো জানান, এস্কেভেটরটি স্থানীয় বিবিএম ইটভাটা মালিক শাহ আলম কোম্পানীর। অভিযান পরিচালনা করেন লোহাগাড়া থানার এসআই সোহেল সিকদার। পুলিশের উপস্থিতি টের পেয়ে এস্কেভেটর মালিক-শ্রমিকরা পালিয়ে যায় বলে জানান।

খবর পেয়ে শাহ আলম কোম্পানী লোহাগাড়া থানায় যোগাযোগ করেন। শাহ আলম জানান, পাহাড় কাটা নয়, খতিয়ানভূক্ত জমি হতে জনৈক বেলাল মাটি এনে ইটভাটায় সরবরাহ করেন। পাহাড় কাটার সাথে ভাটা মালিকের কোন সম্পৃক্ততা নেই। তিনি পরদিন আজ ১০ ফেব্রুয়ারী থানায় কাগজপত্র দাখিল করবেন বলে জানিয়েছেন এবং নিশ্চিত করেছিলেন এসব স্থান হতে মাটি তোলার জন্য উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী অফিসারের অনুমতি রয়েছে।

তবে সহকারী কমিশনার (ভূমি) পদ্মাসন সিংহ জানান, পাহাড় কাটা কিংবা জমির টপসয়েল কাটার ব্যাপারে সরকার কোন আপোষ করেননি। এতে আইনগত বিধি নিষেধ রয়েছে।

স্থানীয়রা জানান, বিবিএম ইটভাটার মালিক শাহ আলম কোম্পানী এস্কেভেটরটি তার ভাটায় নিয়ে এসেছেন। সেখানে এস্কেভেটর দ্বারা মাটি কাটা হচ্ছে।

লোহাগাড়া থানার ওসি (তদন্ত) জানান, যথাযথ কাগজপত্র দাখিল না করলে শাহ আলমসহ জড়িতদের বিরুদ্ধে পুলিশ বাদী হয়ে আইনগত ব্যবস্থা নেবেন। এ ব্যাপারে প্রস্তুতি চলছে।