Home | শিক্ষাঙ্গন | লোহাগাড়ায় পাশের হার এসএসসিতে ৯৪.২৭% ও দাখিলে ৮৫.১৮%

লোহাগাড়ায় পাশের হার এসএসসিতে ৯৪.২৭% ও দাখিলে ৮৫.১৮%

18281070_1659591917683161_279380549_n

এলনিউজ২৪ডটকম : আজ ৪ মে বৃহস্পতিবার এসএসসি ও দাখিল পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। লোহাগাড়ার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বইছে উৎসবের আমেজ। ধুম পড়েছে মিষ্টির দোকানে।
লোহাগাড়া উপজেলায় ২৬ টি স্কুল থেকে মোট ২৬০২জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশ গ্রহণ করে তৎমধ্যে ২৪৫৩ জন পাশ করেছে। পাশের হার শতকরা ৯৪.২৭%।
A+ লাভ করেছে ১৭৪ জন শিক্ষার্থী।
সর্বোচ্চ ৫৭ জন A+ লাভ করেছে আমিরাবাদ গোলাম বারী মডেল উচ্চ বিদ্যালয় থেকে। আধুনগর গুল-এ-জার বালিকা উচ্চ বিদ্যালয় থেকে সর্বোচ্চ ১০০% শিক্ষার্থী পাশের কৃতিত্ব দেখিয়েছে।

অপরদিকে এসএসসি’তে ১৭৪ জন A+ পেলেও দাখিলে A+ লাভ করেছে মাত্র ১৭ জন।
উপজেলার ২৩ টি মাদ্রাসা থেকে ১২২২ জন পরীক্ষার্থী দাখিল পরীক্ষায় অংশ গ্রহণ করে। পাশ করেছে ১০৪১ জন পরীক্ষার্থী। পাশের হার শতকরা ৮৫.১৮%।
সর্বোচ্চ ৯ জন A+ লাভ করেছে আধুনগর ইসলামিয়া ফাজিল মাদ্রাসা থেকে। লোহাগাড়া ইসলামিয়া ফাজিল মাদ্রাসা ও দারূল আকাম দাখিল মাদ্রাসা থেকে শতকরা শতভাগ শিক্ষার্থী পাশের কৃতিত্ব দেখিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!