এলনিউজ২৪ডটকম : লোহাগাড়ায় বিশেষ অভিযান চালিয়ে ১৪ জুলাই দিনগত রাতে বিভিন্ন অভিযোগে ৫ আসামীকে গ্রেফতার করেছে পুলিশ। এরমধ্যে ৪০ পিচ ইয়াবাসহ ২ জন, গ্রেফতারী পরোয়ানাভূক্ত ২ জন ও নিয়মিত মামলার ১ জন আসামী রয়েছে বলে জানিয়েছেন থানার ডিউটি অফিসার এএসআই বেলাল।
গ্রেফতারকৃতরা হল উপজেলার বড়হাতিয়া ইউনিয়নের আমতলী এলাকার মৃত বছিউর রহমানের পুত্র আবদুর রহিম (৩৮), পদুয়া ইউনিয়নের খন্দকার পাড়ার মোকতার আহমদের পুত্র আরিফুল ইসলাম (২০), একই ইউনিয়নের হদ্দালী পাড়ার মৃত রবিন্দ্র শীলের পুত্র লিটন শীল (৩৫), বড়হাতিয়া ইউনিয়নের সুনীল বড়–য়ার পুত্র উপশম বড়–য়া (৩৫) ও চুনতি ইউনিয়নের ডেপুটি পাড়ার মোঃ ফোরকানের পুত্র মোজাম্মেল হক (২৮)।

থানা সূত্রে প্রকাশ, আবদুর রহিমের কাছ থেকে ১৫ পিচ ইয়াবা ও আরিফুল ইসলামের কাছ থেকে ২৫ পিচ ইয়াবা উদ্ধার করা হয়েছে। এছাড়া লিটন শীল ও উপশম বড়–য়া গ্রেফতারী পরোয়ানাভূক্ত ও মোজাম্মেদ হক চুরির মামলার আসামী।
জানা যায়, পৃথক অভিযান চালিয়ে নিজ নিজ এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করা হয়েছে। আজ ১৫ জুলাই তাদেরকে আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানা গেছে।