এলনিউজ২৪ডটকম : লোহাগাড়ায় বিশেষ অভিযান চালিয়ে গত ১২ আগষ্ট দিনগত রাতে গ্রেফতারী পরোয়ানাভূক্ত এক আসামীকে গ্রেফতার করেছে পুলিশ। তাকে নিজ এলাকা অভিযান চালিয়ে গ্রেফতার করেছে বলে জানান লোহাগাড়া থানার অফিসার ইনচার্জ মোঃ সাইফুল ইসলাম।
গ্রেফতারকৃত মোঃ ফেরদৌস (২৩) উপজেলার আমিরাবাদ ইউনিয়নের মল্লিক ছোবহান বেপারী পাড়ার আবুল কালামের পুত্র।
অভিযান পরিচালনা করেন লোহাগাড়া থানার এএসআই জহির। জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিতে তাকে গ্রেফতারী পরোয়ানামূলে গ্রেফতার করা হয়। আজ ১৩ আগষ্ট তাকে আদালতে সোপর্দ করা হয়েছে বলে থানা সূত্রে প্রকাশ।