এলনিউজ২৪ডটকম : লোহাগাড়ায় পরিত্যক্ত অবস্থায় ২ হাজার পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে পুলিশ। আজ ১ জুন শনিবার সকাল ১১টায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চুনতিস্থ এক হাইওয়ে রেষ্টুরেন্টের সামনে থেকে ইয়াবাগুলো উদ্ধার করা হয়। ইয়াবাগুলো উদ্ধার করেন চুনতি পুলিশ ফাঁড়ির এএসআই চন্দ্র কুমার কুর্মী।
জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে ওই স্থান থেকে ইয়াবাগুলো উদ্ধার করা হয়। তবে ইয়াবাগুলোর মালিককে পাওয়া যায়নি। ধারণা করা হচ্ছে পুলিশী তল্লাশীতে ধরা পড়ার ভয়ে ইয়াবাগুলো রেখে মালিক পালিয়ে গেছে। ইয়াবাগুলোর মালিককে খুঁজে বের করতে তদন্ত চলছে বলে পুলিশ সূত্রে জানা গেছে। উদ্ধারকৃত ইয়াবাগুলো বর্তমানে লোহাগাড়া থানা হেফাজতে রয়েছে।