Home | ব্রেকিং নিউজ | লোহাগাড়ায় নির্বাচনে সহিংস ঘটনায় আহত ২৩

লোহাগাড়ায় নির্বাচনে সহিংস ঘটনায় আহত ২৩

316

এলনিউজ২৪ডটকম : চট্টগ্রাম- ১৫ লোহাগাড়া-সাতকানিয়া আসনে লোহাগাড়ায় বেসরকারী ফলাফলে জানা যায় নৌকা প্রার্থী প্রফেসর ড. আবু রেজা মুহাম্মদ নেজাম উদ্দিন নদভী সর্বমোট ১ লাখ ৩৩ হাজার ১৪ ভোট ও তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী ধানের শীষ প্রতীকে আনম সামশুল ইসলাম পেয়েছে ২৪ হাজার ২৩২ ভোট। লোহাগাড়ায় সর্বমোট ৫৯টি কেন্দ্রে সর্বমোট ১ লাখ ৯০ হাজারের অধিক ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন। লোহাগাড়ায় মোটামোটি দিনব্যাপী শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে বলে নির্বাচন অফিস সূত্রে প্রকাশ। তবে কিছু বিক্ষপ্ত ঘটনায় সর্বমোট ২৩ জন আহত হয়েছেন। লোহাগাড়া থানার ডিউটি অফিসার এএসআই মাসুকুর রহমান, উপজেলা নির্বাচন অফিস ও নির্বাহী অফিসারের একাধিক সূত্র এসব তথ্য নিশ্চিত করেছেন।

সূত্রে প্রকাশ, ভোট গ্রহণের সময় সহিংস ঘটনা ঘটেছে উপজেলার বড়হাতিয়া বিজি সেনেরহাট উচ্চ বিদ্যালয় কেন্দ্র, পদুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র, উত্তর আমিরাবাদ এমবি উচ্চ বিদ্যালয় কেন্দ্র, বড়হাতিয়া বোর্ড অফিস কেন্দ্র, পদুয়া ধলিবিলা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র, কলাউজান সুখছড়ি গৌরসুন্দর উচ্চ বিদ্যাপীঠ কেন্দ্র, আমিরাবাদ মৌলভী পাড়া সুখছড়ি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র, পুটিবিলা গৌরস্থান আখতারুল উলুম দাখিল মাদ্রাসা কেন্দ্র ও পদুয়ার বাগমুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র।

সংশ্লিষ্ট সূত্র মতে, সকালবেলা বড়হাতিয়া বিজি সেনেরহাট এলাকার এক ভোটারকে পথে অতর্কিত আক্রমণ করেছে ধানের শীষ প্রতীকের কর্মীরা। এ ঘটনায় আহত মোস্তাক আহমদ (৩৮) কে ছুরিকাঘাত ও লাঠি দিয়ে বেদম প্রহার করেছে বলে জানিয়েছেন স্বেচ্ছাসেবকলীগ নেতা মঞ্জুর কোম্পানী। এ সময় আহত হয়েছে আওয়ামী লীগ কর্মী সেলিম উদ্দিন (২৭)। পদুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে বেলা ১টার দিকে অতর্কিতভাবে আক্রমণ করেছে ধানের শীষ প্রতীকের কর্মীরা। এ সময় তারা ভোটারদেরকে লক্ষ্য করে গুলি ছুঁড়েছে। নিক্ষেপ করেছে ইটপাটকেল। এ ঘটনায় ৪ জন গুলিবিদ্ধসহ ২০ জন আহত হয়েছে বলে পুলিশ জানিয়েছে। আহতদের মধ্যে সহকারী প্রিজাইডিং অফিসার ও আনসার সদস্য রয়েছে। কলাউজান সুখছড়ি গৌরসুন্দর উচ্চ বিদ্যাপীঠ কেন্দ্রে অতর্কিতভাবে আক্রমণ করেছে ধানের শীষ সমর্থকরা। স্থানীয় নৌকা প্রতীকের কর্মী ও সমর্থকরা তাদের ধাওয়া করে বলে জানিয়েছে। পরে ধানের শীষের কর্মীরা পথে হিন্দু সম্প্রদায়ের মহিলাসহ বিভিন্ন ভোটারদেরকে পথে পথে বাঁধা দেয়। সংবাদ পেয়ে পুলিশ ধাওয়া করে তাদেরকে ছত্রভঙ্গ করে দেয়। এভাবে অন্যান্য কেন্দ্রগুলোতেও ধানের শীষ প্রতীকের কর্মীরা নানাভাবে আক্রমণ করেছে বলে একাধিক সূত্র জানায়।

পদুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রসহ সংগঠিত ঘটনায় আহতদের মধ্যে রয়েছে আমিরাবাদের সাইফুল ইসলাম (৩২), আমিরাবাদ মল্লিক ছোবহান এলাকার মোসলেম উদ্দিন (৪০), পদুয়া খন্দকার পাড়ার ২৭ মাসের শিশু মোঃ ফরহাদ, একই এলাকার জাফর আহমদ (৪৮), নির্বাচনী কেন্দ্রে দায়িত্বরত আনসার মাহফুজুর রহমান, সহকারী প্রিজাইডিং অফিসার গোপাল কৃষ্ণ দেবনাথ, পদুয়া নয়া পাড়ার আবদুল গণি (৪৬), মোঃ মঞ্জুর (৩৬), পদুয়া মেহেরআলী মুন্সি পাড়ার মোঃ এহছান (১৮), পদুয়া দরগাহ মুড়া এলাকার গুলিবিদ্ধ নাঈম (১৪), মোজাম্মেল হোসেন (২২), গুলিবিদ্ধ আনসার মাহমুদুল হক (৩৫), পদুয়া মাষ্টার পাড়ার মোঃ আরফাত (২২), পদুয়া নয়া পাড়ার জহিরুল ইসলাম (২৭), তারেকুল ইসলাম (২৭), রমিজ উদ্দিন (২৬), সেলিম উদ্দিন (৩৫), মোঃ এমরান (২১), মোস্তফিজুর রহমান (৫১), মুরাদ (৩১), আবু বক্কর ছিদ্দিক (২০)। এছাড়াও আরো ৬ জন আহত হয়েছে বলে সংবাদ পাওয়া গেছে। তবে তাদের নাম-ঠিকানা পাওয়া যায়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!