এলনিউজ২৪ডটকম : লোহাগাড়ায় নানাবাড়ি বেড়াতে এসে পুকুরে ডুবে মোঃ আরফাত নামে দুই বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। বুধবার (১৯ ফেব্রুয়ারি) বেলা ৩টায় উপজেলার পূর্ব কলাউজান মিয়াজি পাড়ায় এ ঘটনা ঘটে।
নিহত শিশু কক্সবাজার জেলার টেকনাফ উপজেলা সদর ইউনিয়নের ২নং ওয়ার্ডের জাহালিয়া পাড়ার ব্যবসায়ী মোস্তাক আহমদের পুত্র।
জানা যায়, গত ২ ফেব্রুয়ারি মা’র সাথে লোহাগাড়ায় নানাবাড়ি বেড়াতে আসে শিশুটি। ঘটনারদিন খেলাচ্ছলে সকলের অগোচরে বাড়ি সন্নিহিত পুকুরে পড়ে যায়। পরিবারের লোকজন অনেকক্ষণ আরফাতকে দেখতে না পেয়ে খোঁজাখুজি শুরু করে। এক পর্যায়ে শিশুটিকে পুকুরে ভাসমান অবস্থায় দেখতে পান। পরে শিশুটিকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
বিষয়টি নিশ্চিত করেছেন হাসপাতালের জরুরী বিভাগের চিকিৎসক ডাঃ নুসরাত জাহান। এ ঘটনায় শিশুটির স্বজনদের মাঝে শোকের ছায়া নেমে আসে।