
এলনিউজ২৪ডটকম : লোহাগাড়ায় ভ্যাপসা গরমে দীর্ঘক্ষণ টানা বিদ্যুৎ বিছিন্ন থাকায় চরম ভোগান্তিতে পড়েছেন গ্রাহকরা। বৃহস্পতিবার (৮ সেপ্টেম্বর) রাত ১১টার দিকে সামান্য ঝড়-বৃষ্টির কারণে বিদ্যুৎ বিছিন্ন হয়ে যায়।
জানা যায়, শুক্রবার সকালে উপজেলা সদর বটতলী স্টেশনে বিদ্যুৎ সংযোগ চালু করতে সক্ষম হন বিদ্যুৎ বিভাগ। তবে উপজেলার অনেক এলাকায় টানা ২০-২২ ঘন্টা বিদ্যুৎ বিচ্ছিন্ন ছিল। রাত ৮টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত উপজেলার প্রতিটি এলাকায় বিদ্যুৎ সংযোগ চালু করা সম্ভব হয়নি বলে জানা গেছে।

ভূক্তভোগী একাধিক গ্রাহকরা জানান, টানা বিদ্যুৎ বিচ্ছিন্ন থাকায় শিক্ষার্থীদের পাশাপাশি বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানগুলো ক্ষতির সম্মুখিন হয়েছে। এছাড়া বিদ্যুৎ না থাকায় বাসা-বাড়ির ফ্রিজের মালামাল নষ্ট হয়ে গেছে। পানি নিয়েও চরম ভোগান্তিতে পড়েছেন তারা। স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে। ভ্যাপসা গরমে টানা বিদ্যুৎ না থাকায় বিশেষ করে বৃদ্ধ ও শিশুরা চরম দুর্ভোগ পোহান। বিদ্যুৎ বিভাগের লোকজনের গাফেলতির কারণে উপজেলার সর্বত্র দ্রুত বিদ্যুৎ সংযোগ চালু করা সম্ভব হয়নি বলে ভূক্তভোগীরা অভিযোগ করেন।

এ ব্যাপারে পল্লী বিদ্যুৎ সমিতি লোহাগাড়া জোনাল অফিসের ডিজিএম মোহাম্মদ শাহজাহানের মুঠোফোনে একাধিকবার চেষ্টা করেও সংযোগ পাওয়া যায়নি।
তবে, এজিএম আবুল কালাম আজাদ জানান, বৃহস্পতিবার রাতে প্রচন্ড ঝড়-বৃষ্টির কারণে উপজেলার একাধিকস্থানে গাছ পড়ে তার ছিড়ে গেছে। রাত থেকেই বিদ্যুৎ বিভাগের লোকজন বিদ্যুৎ সংযোগ স্বাভাবিক করতে বিরতিহীনভাবে কাজ চালিয়ে যাচ্ছেন। এখনো কাজ চলমান আছে। তবে উপজেলার সিংহভাগ এলাকায় বিদ্যুৎ সংযোগ চালু করতে সক্ষম হয়েছেন বলে দাবী করেন তিনি।