এলনিউজ২৪ডটকম : লোহাগাড়া দরিদ্র শিক্ষার্থী কল্যাণ সংস্থার শিক্ষার্থী ও দুঃস্থ জনগণের মাঝে কোরবানের ব্যবহার্য সামগ্রী হিসাবে সয়াবিন তৈল, আটা, পিয়াজ ও গরম মসল্লা বিতরণ করেছে। ৩১ আগষ্ট উপজেলা সদর বটতলী মোটর ষ্টেশনস্থ এ. রহমান মার্কেট চত্বরে এ বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংস্থার উপদেষ্টা সদস্য অধ্যাপক মোহাম্মদ ইলিয়াছ। প্রধান অতিথি ছিলেন লোহাগাড়া থানার অফিসার ইনচার্জ মোঃ শাহজাহান পিপিএম (বার)। প্রধান বক্তা ছিলেন আধুনগর ইসলামিয়া ফাযিল মাদ্রাসার অধ্যাপক মুহাম্মদ আবদুল খালেক।

বিশেষ অতিথি ছিলেন সাংবাদিক এ. কে. আজাদ, সাংবাদিক রায়হান সিকদার, বিশিষ্ট সমাজসেবক ও ব্যবসায়ী আবু সাঈম। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সংস্থার প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক সাংবাদিক এম এম আহমদ মনির, সাতকানিয়া সরকারী কলেজের শিক্ষার্থী আরমানুল হক, বার আউলিয়া বিশ্ববিদ্যালয় কলেজের শিক্ষার্থী মোঃ ইউসুফ, আলহাজ্ব মোস্তফিজুর রহমান বিশ্ববিদ্যালয় কলেজের শিক্ষার্থী সাইফুল ইসলাম, বড়হাতিয়া আখতরাবাদ কুমিরাঘোনা ছাত্র-যুব ঐক্য পরিষদের সভাপতি তথা আলহাজ্ব মোস্তফিজুর রহমান বিশ্ববিদ্যালয় কলেজের শিক্ষার্থী শাহাদত হোসেন সাগর প্রমুখ।
অনুষ্ঠান শেষে হতদরিদ্র সাধারণ জনগণ ও সংস্থার তালিকাভূক্ত শিক্ষার্থীদের মাঝে অতিথিবৃন্দ উল্লেখিত পণ্য সামগ্রী বিতরণ করেন।