এলনিউজ২৪ডটকম : লোহাগাড়া উপজেলার চরম্বা নয়াবাজারের পশ্চিমে টংকাবতী সড়কে তামাকপাতাবাহী মিনিট্রাক উল্টে এক শ্রমিক ১ নিহত ও চালকসহ অপর ২ জন আহত হয়েছে। আজ ২০ এপ্রিল ভোর সাড়ে ৪টায় এ ঘটনাটি ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন স্থানীয় ইউপি সদস্য মোহাম্মদ সোলাইমান।
নিহত শ্রমিক আইয়ুব আলী উপজেলার পদুয়া ইউনিয়নের ধলিবিলা চাঁন্দা এলাকার নুরুল কবিরের পুত্র। আহতরা হলেন পদুয়া ডোয়ার আলী সিকদার পাড়ার হাকিম বক্সুর পুত্র গাড়ি চালক নজরুল ইসলাম ও একই ইউনিয়নের ধলিবিলার আবুল খায়ের।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, ঘটনার রাতে চরম্বা ইউনিয়নের ধলিবিলা এলাকার তামাকপাতা ক্ষেত থেকে পাতা বোঝাই করে একই ইউনিয়নের মধু পুকুর পাড়ে একটি গোডাউনে নিয়ে যাচ্ছিল। ঘটনাস্থলে পৌঁছলে তামাকপাতাবাহী মিনিট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এতে গাড়ির নিচে চাপায় পড়ে ঘটনাস্থলে এক শ্রমিক নিহত ও চালকসহ অপর দু’জন আহত হয়। আহতরা বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন। খবর পেয়ে লোহাগাড়া থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন বলে জানা গেছে।