
এলনিউজ২৪ডটকম : লোহাগাড়া থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে গত ৩০ নভেম্বর শুক্রবার দিনগত রাতে ডাকাতি মামলার এক আসামীকে গ্রেফতার করেছে। তাকে নিজ বাড়ি থেকে গ্রেফতার করেন বলে জানান লোহাগাড়া থানার এসআই লিটন চন্দ্র সিংহ।
গ্রেফতারকৃত শহিদুল ইসলাম প্রকাশ শহিদুল্লাহ (২৫) লোহাগাড়া সদর ইউনিয়নের দরবেশহাট শাহপীর পাড়ার আহমদ হোসেনের পুত্র।

এসআই লিটন চন্দ্র সিংহ জানান, গ্রেফতার শহিদুল্লাহ লোহাগাড়া থানায় দায়েরকৃত ডাকাতি মামলার এজাহারভূক্ত আসামী। গ্রেফতার এড়াতে সে দীর্ঘদিন যাবত পুলিশের চোখ ফাঁকি দিয়ে পালিয়ে বেড়াচ্ছিল। অবশেষে পুলিশ তাকে গ্রেফতার করতে সক্ষম হয়।
আজ ১ ডিসেম্বর শনিবার সকালে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে বলে লোহাগাড়া থানা সূত্রে প্রকাশ।
Lohagaranews24 Your Trusted News Partner