এলনিউজ২৪ডটকম : ‘মজবুত হলে পুষ্টির ভিত, স্মার্ট বাংলাদেশ হবে নিশ্চিত’ এই প্রতিপাদ্য বিষয়কে সামনে লোহাগাড়ায় জাতীয় পুষ্টি সপ্তাহ উদ্বোধন করা হয়েছে।
বুধবার (৭ জুন) সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের হল রুমে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শরীফ উল্যাহ।

এতে সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ হানিফ। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. ইশতিয়াকুর রহমান, ডা. সুমন চৌধুরী, ডা. কানিছ নাছিমা আকতার, উপজেলা নিরাপদ খাদ্য পরিদর্শক মুহাম্মদ শের আলী ও ক্যাশিয়ার মো. শহীদুল ইসলাম। এছাড়া আলোচনা সভায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সকল চিকিৎসক, স্টাফ, নার্স, কর্মকর্তা-কর্মচারী, জনপ্রতিনিধি ও স্থানীয় সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।
জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠানের আয়োজনে উপজেলা স্বাস্থ্য বিভাগের বাস্তবায়নে জাতীয় পুষ্টি সপ্তাহ ৭ থেকে ১৩ জুন পর্যন্ত চলবে।