ব্রেকিং নিউজ
Home | ব্রেকিং নিউজ | লোহাগাড়ায় জরুরি সেবা ছাড়া প্রবেশ-ত্যাগে নিষেধাজ্ঞা

লোহাগাড়ায় জরুরি সেবা ছাড়া প্রবেশ-ত্যাগে নিষেধাজ্ঞা

এলনিউজ২৪ডটকম : জরুরি সেবা ছাড়া যে কারো লোহাগাড়ায় প্রবেশ ও ত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছে পুলিশ। পরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত এ নিষেধাজ্ঞা বলবৎ থাকবে।

সোমবার (৬ এপ্রিল) রাত সাড়ে ১০টায় লোহাগাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জাকের হোসাইন মাহমুদ বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, সোমবার রাত ১০টা থেকে এ নির্দেশনা কার্যকর হয়েছে। এ লক্ষ্যে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের লোহাগাড়া প্রবেশ পথে বিশেষ চেকপোষ্ট বসানো হয়েছে। তবে জরুরি সেবা বিশেষ করে এ্যাম্বুলেন্স, স্বাস্থ্যকর্মী ও পণ্যবাহী গাড়ি এ নিষেধাজ্ঞার আওতামুক্ত থাকবে।

মহামারি করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধ, সামাজিক দূরত্ব বজায় রাখা ও জনগণকে ঘরে অবস্থানের বিষয়টি নিশ্চিত করতে এ উদ্যোগ নেয়া হয়েছে। নিষেধাজ্ঞা অমান্যকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান ওসি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!