এলনিউজ২৪ডটকম : লোহাগাড়া সদর ইউনিয়নের উত্তর সওদাগর পাড়ায় আবদুস ছবুর হত্যা ঘটনায় গত ১৮ এপ্রিল রাতে নিহতের স্ত্রী মালেকা বেগম বাদী হয়ে হত্যা মামলা রুজু করেছেন বলে থানা সূত্রে প্রকাশ। মামলায় ৮ জনকে এজাহারভূক্ত আসামী করা হয়েছে। মামলা রুজুর পর এজাহারভূক্ত আসামী ফেরদৌসি প্রকাশ মুন্নী (১৯) ও লাকী আক্তার (২৩) কে গ্রেফতার করেছে পুলিশ। ঘটনার পর নিহতের চাচাতো ভাই মোঃ আরমান প্রকাশ রহিম (২৭) ও তার মা জাহানারা প্রকাশ পটু (৪৫) কে গ্রেফতার করেছিল পুলিশ। আটককৃতদেরকে ১৯ এপ্রিল সকালে আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানা যায়। ঘটনার সাথে জড়িতদের দ্রুত গ্রেফতার পূর্বক আইনের আওতায় আনা হবে মামলা তদন্তকারী কর্মকর্তা এসআই ওবাইদুল হক সূত্রে প্রকাশ।
উল্লেখ্য, গত ১৭ এপ্রিল সোমবার বিকেলে জায়গা-বিরোধকে কেন্দ্র করে প্রতিপক্ষ চাচাতো ভাইদের হাতে আবদুস ছবুর গুরতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে আশংকাজনক অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য নেয়া যায়। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ১৭ এপ্রিল তিনি মারা যান।
