Home | লোহাগাড়ার সংবাদ | লোহাগাড়ায় গরু-মহিষের মাংস প্রতি কেজি ৫শ টাকা বিক্রির নির্দেশ

লোহাগাড়ায় গরু-মহিষের মাংস প্রতি কেজি ৫শ টাকা বিক্রির নির্দেশ

mit_5705_294993

এলনিউজ২৪ডটকম : লোহাগাড়া উপজেলায় ১ জুন থেকে গরু-মহিষের মাংস কেজি প্রতি ৫শ‘ টাকা বিক্রির নির্দেশ দিয়েছেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাহবুব আলম। আজ বেলা ৩ টায় ইউএনও’র কার্যালয়ে উপজেলার মাংস ব্যবসায়ীদের সাথে এক বৈঠকে তিনি এ মূল্য নির্ধারণ করে দেন। গরু জবাইকৃত স্থানে নিয়মিত পরীষ্কার-পরিচ্ছন্ন রাখতেও নির্দেশ দেয়া হয়েছে।

ইউএনও আরো জানান, নির্ধারিত মূল্যেও বেশি বিক্রি করলে এবং ওজনে কম দিলে ব্যবসায়ীদের বিরদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে। গরু জবাই করার আগে ব্যবসায়ীদেরকে উপজেলার প্রাণী সম্পদ কর্মকর্তার মতামত নিতে হবে। প্রতিদিন একজন প্রাণী সম্পদ কর্মকর্তা গরু-মহিষ জবাই করার পূর্বে পরীক্ষা-নিরীক্ষা করবেন।

এদিকে ১ জুন বৃহস্পতিবার সকালে উপজেলার বটতলী বাজার ও পদুয়া বাজারে মনিটরিং করেছেন সহকারী কমিশনার (ভূমি) সাদিয়া আফরিন কচি। মূল্য তালিকা না টাঙ্গানোর অপরাধে বটতলী বাজারের ৫টি ও পদুয়া বাজারের ২ টি দোকানে ৩৫ হাজার টাকা জরিমানা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি)।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!