এলনিউজ২৪ডটকম : লোহাগাড়ায় ক্রেতার সাথে দুর্ব্যবহার করায় এক দোকানিকে ৩০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
বুধবার (১৯ এপ্রিল) দিনগত রাত ১২টায় উপজেলা সদর বটতলী স্টেশনের আইস পার্কে ‘জুতা বাজার’ নামে দোকানে অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শরীফ উল্যাহ।

তিনি জানান, জনৈক একজন ক্রেতা ‘জুতা বাজার’ নামক দোকান থেকে এক জোড়া জুতা কিনেন। বাসায় গিয়ে দেখতে পান দুইটি জুতার সাইজ ভিন্ন। পরে জুতা জোড়া পরিবর্তন করতে আসলে দোকানের কর্মচারীরা ক্রেতার সাথে অত্যন্ত দুর্ব্যবহার করেন।
ভ্রাম্যমাণ আদালতে অভিযোগটি প্রমাণিত হওয়ায় এবং অভিযুক্ত ব্যক্তি অপরাধ স্বীকার করায় আদালতে তাকে এই দণ্ড প্রদান করে। এছাড়া ভবিষ্যতের জন্য সতর্ক করে দেয়া হয়েছে। জনস্বার্থে ও জনকল্যাণে ভ্রাম্যমাণ আদালতের অভিযান অব্যাহত থাকবে।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকালে লোহাগাড়া মডেল থানার পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।