এলনিউজ২৪ডটকম : লোহাগাড়ায় করোনা ভাইরাসে আক্রান্ত সন্দেহে এ পর্যন্ত ১২ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। এরমধ্যে ৯ জনের নমুনা রিপোর্ট নেগেটিভ পাওয়া গেছে। আর বাকী ৩ জনের রিপোর্ট আগামীকাল বুধবার জানা যাবে। মঙ্গলবার (৭ এপ্রিল) রাত ৮টায় লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য ও পঃপঃ কর্মকর্তা ডা. মোহাম্মদ হানিফ বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে সর্দি, জ্বর, কাশি ও গলাব্যাথা নিয়ে বেশকিছু রোগী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাসেবা নিতে আসেন। তার মধ্যে শুক্রবার ২ জন, শনিবার ২ জন, সোমবার ৫ জন ও মঙ্গলবার ৩ জনসহ মোট ১২ জনের নমুনা সংগ্রহ করা হয়।
নমুনাগুলো করোনা পরীক্ষার জন্য চট্টগ্রামের ফৌজদারহাটে অবস্থিত বাংলাদেশ ইনষ্টিটিউট অব ট্রপিক্যাল ইনফেকশন ডিজিজেস (বিআইটিআইডি) এ পাঠানো হয়। তারমধ্যে ৯ জনের রিপোর্টে নেগেটিভ পাওয়া গেছে। আর বাকী ৩ জনের রিপোর্ট আগামীকাল বুধবার জানা যাবে জানান তিনি।