
এলনিউজ২৪ডটকম : লোহাগাড়ায় এক রাতে ৩ পরিবারের ৬টি গরু চুরির ঘটনা ঘটেছে। শনিবার (২০ নভেম্বর) ভোররাতে পৃথক এই চুরির ঘটনা ঘটে। স্ব স্ব ইউনিয়নের ইউপি সদস্যরা ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
জানা যায়, লোহাগাড়া সদর ইউনিয়নের ৬নং ওয়ার্ডের বায়তুন নূর পাড়ায় আবুল কাশেমের ৪টি, একই ইউনিয়নের ৮নং ওয়ার্ডের পূর্ব হাজির পাড়ায় বদিউর রহমানের ১টি ও কলাউজান ইউনিয়নের ১নং ওয়ার্ডের উত্তর কলাউজান বেড়ার দোকান এলাকায় আবুল হাশেমের ১টি গরু নিয়ে যায় চোরেরা।
ক্ষতিগ্রস্তরা জানান, প্রতিদিনের ন্যায় রাতে গোয়ালঘরে গরু রেখে দরজায় তালাবদ্ধ করে ঘুমিয়ে যান। সকালে গোয়াল ঘরের তালা ভাঙ্গা ও গরু দেখতে পেয়ে চুরির বিষয়টি নিশ্চিত হয়েছেন। চুরি হওয়া গরু ৬টি আনুমানিক মূল্য সাড়ে ৪ লাখ টাকা।

লোহাগাড়া থানার ডিউটি অফিসার এএসআই শ্যামল জানান, চুরির ঘটনায় থানায় কেউ লিখিত অভিযোগ করেনি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
Lohagaranews24 Your Trusted News Partner