এলনিউজ২৪ডটকম : লোহাগাড়া উপজেলা সদরের সামমহাজন বাড়ির সামনে (আলহাজ্ব মোস্তফিজুর রহমান বিশ্ববিদ্যালয় কলেজের উত্তর পার্শ্বে) হাজী আবদুল হাই মার্কেটের এক কুলিং কর্ণারে গত ২৪ জুলাই দিনগত রাতে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে বলে ক্ষতিগ্রস্ত দোকানদার আবু তাহের জানিয়েছেন।
তিনি জানান, দোকানের ৪টি তালা ভেঙ্গে চোরেরা নগদ সাড়ে ৩ হাজার টাকা ও ৫৫ হাজার টাকার মালামাল নিয়ে গেছে। সকালে তালা ভাঙ্গা দেখতে পেয়ে তিনি দোকান চুরির বিষয়টি নিশ্চিত হয়েছেন।
লোহাগাড়া থানার ডিউটি অফিসার এএসআই শফি উল্লাহ জানান, এ ব্যাপারে থানায় কোন লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ ফেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
উল্লেখ্য, লোহাগাড়া সদর ইউনিয়নের রশিদার পাড়ায় গত ২৩ জুলাই দিনগত রাতে একটি বসতঘর ও এক দোকান এবং ২১ জুলাই দিনগত রাতে আমিরাবাদ রাজঘাটা এলাকায় ২টি বাড়ি চুরি হয়েছে বলে ক্ষতিগ্রস্ত পরিবারের পক্ষ থেকে সাংবাদিকদের জানানো হয়েছে।