
এলনিউজ২৪ডটকম : লোহাগাড়ার আমিরাবাদে উন্নত জাতের লাখ টাকার একটি গরু চুরির ঘটনা ঘটেছে। শনিবার (২৩ জানুয়ারি) ভোররাতে ইউনিয়নের ২নং ওয়ার্ডের ডলুকুল আবদুর রহমান মাস্টার পাড়ায় এ ঘটনা ঘটে। ক্ষতিগ্রস্ত গরুর মালিকের নাম মনছুর আলম (৩৫)। তিনি ওই এলাকার মৃত আবদুল মালেকের পুত্র।
ক্ষতিগ্রস্ত গরুর মালিক জানান, প্রতিদিনের ন্যায় রাতে গরুটি গোয়াল ঘরে রেখে তালাবদ্ধ করে ঘুমাতে যান। ভোররাতে চোরের দল গোয়ালঘরের দরজার তালা কেটে গরুটি নিয়ে যায়। সকালে গোয়াল ঘরের তালা ভাঙ্গা ও গরু দেখতে না পেয়ে তিনি চুরির বিষয়টি নিশ্চিত হয়েছেন।
স্থানীয় ইউপি সদস্য হোছাইন মুহাম্মদ শারপু গরু চুরির ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তবে গরু চুরির ঘটনায় কেউ লিখিত অভিযোগ করেনি বলে থানা সূত্রে জানা গেছে।
