এলনিউজ২৪ডটকম : লোহাগাড়ায় বিশেষ অভিযান চালিয়ে ১৫ জুলাই দিনগত রাতে ইয়াবা বিক্রেতাসহ ৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ। তাদের মধ্যে ১০৫ পিচ ইয়াবাসহ ১ জন, মাদক মামলার ১ জন ও গ্রেফতারী পরোয়ানাভূক্ত ১ জন আসামী রয়েছে বলে জানান থানার ডিউটি অফিসার এএসআই শফি উল্লাহ।
গ্রেফতারকৃতরা হল উপজেলার কলাউজান ইউনিয়নের বাংলাবাজার এলাকার মৃত দলিলুর রহমানের পুত্র মোঃ সিরাজ (৩৩), চুনতি ইউনিয়নের মৃত ফৌজুল কবিরের পুত্র মোঃ হাসান (৩৫) ও কলাউজান ইউনিয়নের মৃত হোছা মিয়ার পুত্র মোঃ আবুল কাশেম (৬৫)।
জানা যায়, সিরাজকে ১০৫ পিচ ইয়াবাসহ, হাসানকে মাদক মামলায় ও কাশেমকে গ্রেফতারী পরোয়ানামূলে গ্রেফতার করা হয়েছে।
থানা সূত্রে প্রকাশ, তাদেরকে নিজ নিজ এলাকায় অভিযান চালিয়ে গ্রেফতার করা হয়েছে। আজ ১৬ জুলাই তাদেরকে আদালতে সোপর্দ করা হয়েছে।