এলনিউজ২৪ডটকম : লোহাগাড়ায় ইয়াবাসহ ৩ যুবককে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (১ জানুয়ারী) রাত ১টায় আমিরাবাদ স্কুল রোডের মাথা থেকে তাদেরকে গ্রেফতার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন লোহাগাড়া থানার ডিউটি অফিসার এসআই মোহাম্মদ বেলাল।
গ্রেফতারকৃতরা হল লোহাগাড়া সদর ইউনিয়নের দরবেশহাট সওদাগর পাড়ার মৃত এনু মিয়ার পুত্র ফিরোজ খান, আমিরাবাদ ইউনিয়নের ইসমাইল চৌকিদার পাড়ার আহমদ আলীর পুত্র আকতার মাহমুদ ও নোয়াখালীর সোনাইমুড়ি এলাকার এডভোকেট নুরুল ইসলামের পুত্র রাশেদুল ইসলাম।
থানা সূত্রে প্রকাশ, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৫১ পিস ইয়াবাসহ তাদেরকে গ্রেফতার করা হয়। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলা রুজু করে একইদিন সকালে আদালতে সোপর্দ করা হয়েছে।