এলনিউজ২৪ডটকম : লোহাগাড়া থানা পুলিশ পৃথক অভিযান চালিয়ে ইয়াবাসহ বিভিন্ন মামলার ১২ আসামীকে গ্রেফতার করেছে। গত ৯ দিনগত রাতে অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়। আজ ১০ এপ্রিল সকালে গ্রেফতারকৃতদেরকে আদালতে সোর্পদ করা হয়েছে। গ্রেফতারকৃতের মধ্যে রয়েছে ইয়াবাসহ ১ জন, সাজাপ্রাপ্ত ৩ জন ও গ্রেফতারী পরোয়ানাভূক্ত ৮ জন।
গ্রেফতারকৃত সাজাপ্রাপ্তরা আসামীরা হলেন উপজেলার পুটিবিলা আশ্রয়ন প্রকল্পের মৃত আমিন শরীপের পুত্র মোঃ আনোয়ার হোসেন, পুটিবিলা হাফেজ পাড়ার মৃত ঠান্ডা মিয়ার পুত্র আবুল কাশেম ও লোহাগাড়া দফাদার পাড়ার আলী আহমদের পুত্র জসিম উদ্দিন।
গ্রেফতারী পরোয়ানাভূক্ত আসামী হলেন আধুনগর সওদাগর পাড়ার মৃত ছগির উদ্দিনের পুত্র নাছির উদ্দিন প্রকাশ বইন্যা, আমিরাবাদ মহালদার পাড়ার মৃত নুরুল হকের পুত্র মোঃ জিয়াবুল হক, একই এলাকার জিয়াবুল হকের স্ত্রী রোকেয়া বেগম, পূর্ব কলাউজান ধইন্যার বর পাড়ার মৃত ইছহাকের পুত্র রফিকুল ইসলাম, একই এলাকার রফিকুল ইসলাম আবুলের স্ত্রী সেতারা বেগম, একই এলাকার মোঃ ইছহাকের স্ত্রী ছেনোয়ারা বেগম, পুটিবিলা সিকদার পাড়ার মৃত ইয়াহিয়ার পুত্র মহিউদ্দিন ও পদুয়া আধার মানিক এলাকার মৃত আবদুর রহমানের পুত্র হাবিবুর রহমান।
এছাড়া উখিয়া থেংখালীর মৃত আহম্মদ হোসেনের পুত্র সৈয়দুল হককে ৫ হাজার ইয়াবাসহ গ্রেফতার করা হয়েছে।
লোহাগাড়া থানার অফিসার ইনচার্জ মোঃ সাইফুল ইসলামের নেতৃত্বে বিশেষ অভিযান পরিচালনা করে তাদেরকে গ্রেফতার করা হয়।