এলনিউজ২৪ডটকম : লোহাগাড়া থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে চরম্বা এলাকা থেকে গত ৭ জুন দিনগত রাতে ইয়াবাসহ এক নারী বিক্রেতাকে গ্রেফতার করেছে। গ্রেফতার জুলেকা বেগম (৩৫) উপজেলার চরম্বা ইউনিয়নের ওয়াহেদের পাড়ার কফিল উদ্দিনের স্ত্রী।
একইদিন অভিযান চালিয়ে নিয়মিত মামলার দু’আসামীকে গ্রেফতার করা হয়েছে। তারা হলেন লোহাগাড়া সওদাগর পাড়ার মৃত আজিজুর রহমানের পুত্র মোঃ ইলিয়াছ (৪৫) ও মোঃ ইউনুস (৪০)। বিষয়টি নিশ্চিত করেছেন লোহাগাড়া থানার ওসি (তদন্ত) আবদুল জলিল।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে চরম্বা এলাকায় অভিযান চালিয়ে ৬৫ পিচ ইয়াবাসহ জুলেকা বেগমকে ও নিয়মিত দু’জন আসামীকে গ্রেফতার করা হয়েছে।
৮ জুন শুক্রবার সকালে তাদেরকে আদালতে সোপর্দ করা হয়েছে বলে থানা পুলিশ সূত্রে প্রকাশ।