এলনিউজ২৪ডটকম : চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের উপজেলার চুনতি খানদিঘী এলাকায় পৃথক অভিযান চালিয়ে ইয়াবাসহ ৬ মাদক পাচারকারীকে গ্রেফতার করেছে পুলিশ। গত ৭ অক্টোবর রবিবার দিনগত রাতে তাদেরকে গ্রেফতার করা হয়েছে ও ইয়াবা পাচারকাজে ব্যবহৃত একটি প্রাইভেটকার (ঢাকামেট্টো-গ ২১-৬২৬৬) জব্দ করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন লোহাগাড়া থানার ডিউটি অফিসার এএসআই শাকিল খাঁন।
গ্রেফতারকৃতরা হল টেকনাফের হ্নীলা দক্ষিণ সিকদার পাড়ার সিরাজুল ইসলামের কন্যা খতিজা বেগম (৩৬), একই এলাকার আকতার হোসেনের স্ত্রী রুজিনা বেগম (২০), ময়মনসিংহ গফুরগাও নয়াপাড়া চরালীগের আবুল হোসেনের পুত্র মামুন মিয়া (২৮), পটুয়াখালী মির্জাগঞ্জ বিকাখালী এলাকার আবদুল গণি সিকদারের পুত্র মোহাম্মদ রিপন (৩০), আবদুল গফুর (২৫) ও পঞ্চগড় দেবীগঞ্জ এলাকার মামুনের কন্যা হাজেরা বেগম (২১)।
জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে চট্টগ্রাম শহরমুখী দূরপাল্লার যাত্রীবাহী বাসে তল্লাশী চালিয়ে খতিজা ও রুজিনার কাছ থেকে ১ হাজার পিচ ইয়াবা উদ্ধার করা হয়। এছাড়াও একইমুখী একটি প্রাইভেটকারে তল্লাশী চালিয়ে ৫ হাজার পিচ ইয়াবাসহ অন্যান্যদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে। আজ ৮ অক্টোবর সোমবার সকালে তাদেরকে আদালতে সোপর্দ করা হয়েছে বলে থানা সূত্রে প্রকাশ।