ব্রেকিং নিউজ
Home | ব্রেকিং নিউজ | লোহাগাড়ায় অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার

লোহাগাড়ায় অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার

498

এলনিউজ২৪ডটকম : লোহাগাড়ায় বার আউলিয়া বিশ্ববিদ্যালয় কলেজের যাত্রী ছাউনীর সামনে থেকে অজ্ঞাত এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ।

আজ ১৯ জুলাই শুক্রবার সকাল ১১টায় এ লাশ উদ্ধার করা হয়। অজ্ঞাত ব্যক্তির আনুমানিক বয়স ৪৫ বৎসর বলে ধারণা করা হচ্ছে।

লোহাগাড়া থানার এসআই অজয় দেব জানান, সকালে ঘটনাস্থলে একটি লাশ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। তিনি ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ও সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করেন।

স্থানীয়রা জানান, অজ্ঞাত ওই ব্যক্তি মানসিক ভারসাম্যহীন ছিল। কয়েক মাস পূর্বে থেকে তাকে এলাকায় ঘুরাফেরা করতে দেখা গেছে। ধারণা করা হচ্ছে অসুস্থতার কারণে তার মৃত্যু হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!