Home | লোহাগাড়ার সংবাদ | লোহাগাড়ায়ও বাসা-বাড়ির ফ্লোর ভিজে উঠার সংবাদ পাওয়া যাচ্ছে

লোহাগাড়ায়ও বাসা-বাড়ির ফ্লোর ভিজে উঠার সংবাদ পাওয়া যাচ্ছে

718a9eee2a_287962

এলনিউজ২৪ডটকম : সারা দেশের ন্যায় লোহাগাড়ায়ও বাসা-বাড়ির ছাদ, দেয়াল ও মেঝে থেকে পানি উঠতে দেখা গেছে। ২৫ এপ্রিল মঙ্গলবার লোহাগাড়ার বিভিন্ন এলাকায় বাসা বাড়িতে পানি দেখা দিলে স্থানীয় মানুষের মধ্যে আতংক ছড়িয়ে পড়ে।

লোহাগাড়া উপজেলা ছাত্রলীগ নেতা মিজানুর রহমান বলেন, সকাল থেকে আমার ঘরে ফ্লোর, দেয়াল থেকে পানি বের হয়। আমি বিষয়টি নিয়ে আতংকিত হয়ে পড়ি। এরপর খবর নিয়ে দেখি আশপাশের অনেক বাড়িতে একই ধরনের সমস্যা। কোনদিন এমন ঘটনা ঘটে। হটাৎ এমন কেন হলো বুঝতে পারছিনা।

বাসা-বাড়ির ফ্লোর ও দেয়াল ভিজে উঠার এ রকম সংবাদ আরো কয়েকজন মুঠোফোনে লোহাগাড়ানিউজ২৪ডটকমকে জানান।

তবে বিষয়টি নিয়ে আতংকিত হওয়ার কিছু নেই বলে জানিয়েছেন এলায়েন্স ইঞ্জিনিয়ারিং’র ব্যবস্থাপনা পরিচালক ইঞ্জিনিয়ার জিল্লুর রহমান। তিনি জানান, গত কয়েকদিনের টানা বৃষ্টির কারণে বিভিন্ন বাতাসে আদ্রতার পরিমাণ বেড়ে গেছে। বাতাসে আদ্রতার পরিমাণ বেড়ে গেলে তা পানি শোষণ ক্ষমতা হারিয়ে পেলে। ফলে আদ্রতা ঘনিভূত হয়ে এই ধরনের সমস্যার সৃষ্টি হয়। সামান্য রোদ হলে এ সমস্যা থাকবেনা বলে জানান তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!