এলনিউজ২৪ডটকম : লোহাগাড়ার কৃতিসন্তান মুমিনুল হক সহকারী জজ হিসেবে মৌলভী বাজার জেলায় পদায়ন হয়েছেন। তিনি উপজেলার আমিরাবাদ সুখছড়ি গ্রামের আলহাজ্ব মাওলানা আবদুল লতিফের পুত্র ও মরহুম মাওলানা আমির আলীর দৌহিত্র।
জানা যায়, গত ১৯ জানুয়ারি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের বিচার শাখা- ১ এক প্রজ্ঞাপন জারী করে। প্রজ্ঞাপনে রাষ্ট্রপতির আদেশক্রমে উপসচিব (প্রশাসন-১) শেখ গোলাম মাহবুব স্বাক্ষর করেন। এতে মেধাক্রম অনুসারে ৯৭ জনের মধ্যে মুমিনুল হক ৪র্থ। আগামি ২৮ জানুয়ারি পূর্বাহ্নে তাঁদেরকে নিজ নিজ কর্মস্থলে যোগদান করতে প্রজ্ঞাপনে বলা হয়েছে।
উল্লেখ্য, মুমিনুল হক সুখছড়ি উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি, পটিয়া সরকারি কলেজ থেকে এইচএসসি ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আইন বিভাগে পড়ালেখা করেছেন। ৩ ভাই ও ২ বোনের মধ্যে তিনি ২য়।