- Lohagaranews24 - http://lohagaranews24.com -

লোহাগাড়ার তিন ইউপি নির্বাচন, ১৬৫ প্রার্থীর মাঝে প্রতীক বরাদ্দ

এলনিউজ২৪ডটকম : লোহাগাড়ার তিন ইউনিয়ন পরিষদ নির্বাচনে ১৬৫ প্রার্থী মাঝে প্রতীক বরাদ্দ দেয়া হয়েছে। এরমধ্যে চেয়ারম্যান প্রার্থী ১৫ জন, সংরক্ষিত মহিলা প্রার্থী ৩১ জন ও সাধারণ সদস্য প্রার্থী ১১৯ জন। রোববার (৪ অক্টোবর) প্রার্থীদের মাঝে এ প্রতীক বরাদ্দ হয়। উপজেলা নির্বাচন কর্মকর্তা ও রিটানিং কর্মকর্তা মো. সাদ্দাম হোসেন রোমান খান এ তথ্য জানিয়েছেন।

নির্বাচন অফিস সূত্রে জানা যায়, আমিরাবাদ ইউনিয়নে চেয়ারম্যান পদে এস. এম. ইউনুচ (নৌকা), আবদুল মালেক (আনারস), মাহমুদুল হক পিয়ারু (টেবিল ফ্যান), মোস্তাফিজুর রহমান চৌধুরী (মোটর সাইকেল), মোহাম্মদ ইলিয়াছ (লাঙ্গল) ও মো. নুরুল আবচার (হাত পাখা)।

সংরক্ষিত ১নং ওয়ার্ডে খতিজা বেগম (মাইক), নাজমা আক্তার (মাইক), শিবলু আক্তার (বই), ২নং ওয়ার্ডে ইয়াছমিন আক্তার (হেলিকপ্টার), মরজিনা আক্তার চৌং (কলম), মাহমুদা বেগম (তালগাছ), শারমিন আক্তার (মাইক), হাছিনা আক্তার (বই) ও ৩নং ওয়ার্ডে কহিনুর আক্তার (ক্যামেরা), নাছিমা আক্তার (বই), রেহেনা আক্তার (মাইক)।

সাধারণ সদস্য ১নং ওয়ার্ডে মুহাম্মদ নুরুন্নবী (ফুটবল), মোহাম্মদ আলী (মোরগ), মোহাম্মদ মনোয়ার হোসেন (বৈদ্যুতিক পাখা), মোহাম্মদ নুরুন্নবী (টিউবওয়েল), মো. আজিজুল হক (তালা)। ২নং ওয়ার্ডে মোহাম্মদ আয়ুব আলী (মোরগ), হোছাইন মুহাম্মদ শারপু (ফুটবল), আলাউদ্দিন বাচ্চু (তালা), মোহাম্মদ মামুনর রশিদ (ভ্যান গাড়ি)। ৩নং ওয়ার্ডে মিজানুর রহমান (বৈদ্যুতিক পাখা), সফিউল আজম হিরু (টিউবওয়েল), সফিকুল ইসলাম চৌধুরী (ভ্যান গাড়ি), সাইফুল ইসলাম জিয়া (ফুটবল), মোহাম্মদ জাহাঙ্গীর আলম (মোরগ), মো. শাহা আলম তালুকদার (তালা)। ৪নং ওয়ার্ডে আবু হেনা মোস্তফা কামাল (ফুটবল), তাপস কুমার হোড় (ভ্যান গাড়ি), মোহাম্মদ আরিফুল্লাহ (মোরগ), মোহাম্মদ নাজিম উদ্দিন (আপেল), মোহাম্মদ নোমান (বৈদ্যুতিক পাখা), মো. আইয়ুব আলী (টচ লাইট)। ৫নং ওয়ার্ডে জসিম উদ্দিন (ফুটবল), নেজাম উদ্দিন (তালা), মোহাম্মদ মনজুর আলম (মোরগ), মো. জাফর আলম (টিউবওয়েল)। ৬নং ওয়ার্ডে অজিত দাশ (আপেল), জমিরুল ইসলাম চৌং (মোরগ), হারাধন শীল (তালা), নেজামুল ইসলাম চৌধুরী (ভ্যান গাড়ি), মোহাম্মদ নাজিম উদ্দিন (ঘুড়ি), মো. আক্কাস (বৈদ্যুতিক পাখা), মো. ইউসুফ (টচ লাইট), মো. সাইফুল ইসলাম (ফুটবল), মো. শাহাব উদ্দিন (টিউবওয়েল)। ৭নং ওয়ার্ডে আজিজুল হক (টিউবওয়েল), আবদুর রহিম হাজারী (মোরগ), জিয়াউল ইসলাম (ফুটবল), সাজ্জাদ হোসেন (টচ লাইট), মো. সোলেমান (তালা)। ৮নং ওয়ার্ডে অসীম দাশ (আপেল), শাহা আলম (তালা), মোহাম্মদ শফি (মোরগ), মো. মামুন উদ্দিন (ফুটবল)। ৯নং ওয়ার্ডে এরশাদুজ্জামান (ফুটবল) ও মৃনাল কান্তি দাশ (টিউবওয়েল)।

লোহাগাড়া সদর ইউনিয়নে চেয়ারম্যান পদে মোহাম্মদ নুরুছফা (নৌকা), মোহাম্মদ খোরশেদ আলম সিকদার (ধানের শীষ), মোহাম্মদ শাহাব উদ্দিন (আনারস) ও আনোয়ার হোসেন (লাঙ্গল)।

সংরক্ষিত ১নং ওয়ার্ডে জন্নাতুল ফেরদৌস (হেলিকপ্টার), জান্নাতুল ফেরদৌস তারজিন (সূর্যমুখী ফুল), পারভীন আক্তার (মাইক), শাহানাজ পারভীন (ক্যামেরা), ছেনু আরা বেগম (তালগাছ), রেহেনা আক্তার (কলম)। ২নং ওয়ার্ডে কহিনুর বেগম (তালগাছ) ও লুৎফুন্নিছা বেগম বিউটি (মাইক)। ৩নং ওয়ার্ডে জিন্নাত রেহেনা রওশন (মাইক) ও রেহেনা আক্তার (তালগাছ)।

সাধারণ সদস্য ১নং ওয়ার্ডে আবুল কালাম (টিউবওয়েল), জাফর আহমেদ (তালা), শাহাব উদ্দিন (মোরগ), মোহাম্মদ আবুল কাসেম (বৈদ্যুতিক পাখা), মোহাম্মদ খাজত আলম (ফুটবল), মোহাম্মদ শাহাব উদ্দিন (ভ্যান গাড়ি), মো. আবদুল মান্নান (আপেল) ও মো. জহির (ক্রিকেট ব্যাট)। ২নং ওয়ার্ডে আবদুল মন্নান (তালা), মোহাম্মদ আবদুস ছবুর (ভ্যান গাড়ি), মোহাম্মদ মানিক (ফুটবল), মো. জানে আলম (টিউবওয়েল) ও মো. মনির আহমদ (মোরগ)। ৩নং ওয়ার্ডে ইয়াছিন আরফাত (তালা), জয়নুল আবেদীন (ফুটবল), তাজ উদ্দিন (টিউবওয়েল), মোহাম্মদ শাহ আলম (মোরগ), মো. জাহাঙ্গীর আলম (টচ লাইট)। ৪নং ওয়ার্ডে মোহাম্মদ বেলাল উদ্দিন (ফুটবল), মো. ইসমাইল (টিউবওয়েল), মো. নুরুল আবছার (মোরগ), মো. মফিজুর রহমান (তালা)। ৫নং ওয়ার্ডে টিপু সুলতান চৌং (তালা), মুজিবুর রহমান (মোরগ), মোহাম্মদ হামিদ (ফুটবল), মোহাম্মদ শফিকুল আলম (টিউবওয়েল)। ৬নং ওয়ার্ডে এনামুল হক (মোরগ), জাহাঙ্গীর আলম (তালা), মুহাম্মদ খলিলুর রহমান (ফুটবল)। ৭নং ওয়ার্ডে আবদুল মাবুদ (তালা), আবদুল মালেক (টচ লাইট), সাহেব মিয়া (ফুটবল), মোস্তফিজুর রহমান (টিউবওয়েল), মোহাম্মদ নাজিম উদ্দিন (মোরগ), মো. এনামুল হক (বৈদ্যুতিক পাখা), মো. হারুন অর রশিদ (ভ্যাগ গাড়ি)। ৮নং ওয়ার্ডে আবদুল ছবুর (ভ্যান গাড়ি), মোহাম্মদ রোকন উদ্দিন (টিউবওয়েল), মোহাম্মদ নাজিম উদ্দিন (তালা), মো. সাহাদত হোসেন (ফুটবল)। ৯নং ওয়ার্ডে নেজাম উদ্দিন (আপেল) ও নুরুল কবির (তালা)।

আধুনগর ইউনিয়নে চেয়ারম্যান পদে মুহাম্মদ নুরুল কবির (নৌকা), মো. আবু নাসের চৌধুরী (ধানের শীষ), মুহাম্মদ আইয়ুব মিয়া (টেবিল ফ্যান), মুহাম্মদ নাজিম উদ্দিন (আনারস) ও মাহামুদুল হক (অটোরিক্সা)।

সংরক্ষিত ১নং ওয়ার্ডে আনোয়ারা বেগম (মাইক), মুুন্নি বড়ুয়া (কলম), শামীমা আক্তার (সূর্যমুখী ফুল), শাহিনা আক্তার (তালগাছ)। ২নং ওয়ার্ডে দিলুয়ারা বেগম (তালগাছ), রাশেদা বেগম (কলম), রেভা পাল (বই), সাজেদা বেগম (মাইক)। ৩নং ওয়ার্ডে খদিজা বেগম (তালগাছ) ও শিরিন আক্তার (মাইক)।

সাধারণ সদস্য ১নং ওয়ার্ডে আবুল কালাম (টিউবওয়েল), সমীর বড়ুয়া (মোরগ), মো. আমির হোসেন (ফুটবল), মো. হানিফ (ভ্যান গাড়ি)। ২নং ওয়ার্ডে আবদুল মান্নান (তালা), জাহেদুল ইসলাম (ফুটবল), মো. নাছির উদ্দিন (টিউবওয়েল), মো. সোহেল উদ্দিন (মোরগ)। ৩নং ওয়ার্ডে আনোয়ার হোসাইন (মোরগ), জয়নাল আবেদীন (ফুটবল), মোহাম্মদ গিয়াস উদ্দিন (তালা), মো. আনচারুল আলম (টিউবওয়েল), মো. সিরাজুল ইসলাম (আপেল)। ৪নং ওয়ার্ডে ফরিদ আহমদ (মোরগ), রেজাউল করিম (ফুটবল), মো. ওসমান গণি (টিউবওয়েল)। ৫নং ওয়ার্ডে মৃত্যুঞ্জয় বড়ুয়া (মোরগ), মোহাম্মদ শাহজাহান চৌধুরী (ফুটবল), মো. হানিফ (ভ্যান গাড়ি)। ৬নং ওয়ার্ডে রাশেদুল ইসলাম (ফুটবল), মোহাম্মদ আবদুল মালেক (টিউবওয়েল), মো. নেছার উদ্দিন (মোরগ), মো. সেলিম উদ্দিন (আপেল)। ৭নং ওয়ার্ডে সুজন কান্তি দাশ (ফুটবল) ও হায়াত মাহমুদ খান (টিউবওয়েল)। ৮নং ওয়ার্ডে অসীম বড়ুয়া (টিউবওয়েল), মোহাম্মদ আব্বাছ উদ্দিন (বৈদ্যুতিক পাখা), মোহাম্মদ আবুল হাছান (মোরগ), শহিদুল ইসলাম (ফুটবল)। ৯নং ওয়ার্ডে মোস্তফা কামাল ভূট্টো (মোরগ) ও মো. ওসমান গণি (ফুটবল)।

উল্লেখ্য, প্রতীক বরাদ্দের পর থেকে প্রার্থীরা আনুষ্ঠানিকভাবে প্রচার-প্রচারণা শুরু করে দিয়েছেন। আমিরাবাদ ইউনিয়নে ২৮ হাজার ৯৪৩ জন, আধুনগর ইউনিয়নে ১৫ হাজার ৫৫৬ ও লোহাগাড়া সদর ইউনিয়নে ২৩ হাজার ১৬৯ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।