এলনিউজ২৪ডটকম : লোহাগাড়ার তরুণ ব্যবসায়ী আবু কাউছারের নামাজে জানাজা ৭ জানুয়ারী সকাল ১১টায় পদুয়া এসআই চৌধুরী বাড়ি সংলগ্ন মাঠে অনুষ্ঠিত হয়েছে। ৩য় দফা নামাজে জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। নামাজে জানাজায় ইমামতি করেন সুফি ফতে আলী ওয়াইসী মাদ্রাসার প্রতিষ্ঠাতা আলহাজ্ব মাওলানা শামশুদ্দীন।
জানাজা পূর্বে এক সংক্ষিপ্ত আলোচনা সভা পদুয়া এসিএম উচ্চ বিদ্যালয়ের অভিভাবক সদস্য নুরুল ইসলাম সিকদারের সঞ্চালনায় অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন লোহাগাড়া উপজেলা চেয়ারম্যান এডভোকেট ফরিদ উদ্দিন খান, ভাইস চেয়ারম্যান নুরুল আবছার চৌধুরী, পদুয়া ইউপি চেয়ারম্যান মোঃ জহির উদ্দিন, আমিরাবাদ ইউপি চেয়ারম্যান কাজী নুরুল আলম চৌধুরী, ছদাহা ইউপি চেয়ারম্যান মোশাদ চৌধুরী, এওচিয়া ইউপি চেয়ারম্যান ডাঃ নুরুল হক, মরহুমের বড় ভাই মোঃ জকরিয়া, পদুয়া মাদ্রাসার শিক্ষক মাওলানা আবুল কালাম, মাওলানা হামিদুর রহমান, আমিরাবাদ ইউপির সাবেক চেয়ারম্যান আলহাজ্ব এনামুল হক, পদুয়া ইউপির সাবেক চেয়ারম্যান লিয়াকত আলী চৌধুরী, কাজী জসিম উদ্দিন, মাওলানা ইসহাক, মনির আহমদ ও অধ্যাপক আসাদুল্লাহ ইসলামাবাদী।
উল্লেখ্য, গত ৬ জানুয়ারী বেলা সাড়ে ৩টায় নগরীর লালখান বাজারস্থ একটি বস্তিতে অগ্নিকান্ডের ঘটনায় আগুন নেভাতে গিয়ে ছাদ থেকে পড়ে মৃত্যুবরণ করেন আবু কাউছার (৪৩)। মৃত্যুকালে তিনি পিতা-মাতা, স্ত্রী, ১ কন্যা ও ১ পুত্র সন্তানসহ অসংখ্য গুণগ্রাহী রেখে যান। ব্যবসায়ী আবু কাউছার উপজেলার পদুয়া ইউনিয়নের নয়াপাড়ার রশিদ আহমদের ২য় পুত্র।
