এলনিউজ২৪ডটকম : লোহাগাড়ার এক প্রবাসী সৌদি আরবের জেদ্দায় মৃত্যুবরণ করেছেন। বুধবার (৫ ফেব্রুয়ারী) দুপুরে (সৌদি আরব সময়) তিনি হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা যান বলে পারিবারিক সূত্রে জানা গেছে।
নিহত আবদুর রহিম (৫০) উপজেলার আমিরাবাদ দর্জিপাড়ার হারুনুর রশিদের পুত্র। মৃত্যুকালে তিনি বাবা, স্ত্রী ও ১ ছেলেসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তিনি দীর্ঘদিন যাবত সৌদি আরবে অবস্থান করে আসছিলেন।
নিহতের ছোট ভাই গিয়াস উদ্দিন জানান, ঘটনারদিন সকালে বাসায় হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে জেদ্দার কিং ফাহাদ জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসাধীন অবস্থায় তিনি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার ভাইয়ের আত্মার মাগফেরাতের জন্য সকালে কাছে দোয়া কামনা করেছেন।
এদিকে, আবদুর রহিমের মৃত্যুর সংবাদে পরিবারে শোকের ছায়া নেমে এসেছেন। সকল আইনী প্রক্রিয়া শেষে বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারী) তাকে জেদ্দায় দাফন করা হবে জানা যায়।