এলনিউজ২৪ডটকম : লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেছেন স্বাস্থ্য অধিদপ্তরের এমআইএস শাখার প্রতিনিধিদল।

সোমবার (১৮ সেপ্টেম্বর) সকালে স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেন তারা। পরিদর্শন দলে ছিলেন স্বাস্থ্য অধিদপ্তরের এমআইএস শাখার সহকারী পরিচালক ডা. মামুনুর রহমান, জিল্লুর রহমান ও পরিসংখ্যান অফিসার বিপুল কুরী। সাথে ছিলেন চট্টগ্রাম বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. মোহাম্মদ মহিউদ্দিন।
জানা যায়, স্বাস্থ্যমন্ত্রীর ‘জাতীয় পুরস্কার’ প্রদানের অংশ হিসেবে স্বাস্থ্য অধিদপ্তরের এমআইএস শাখার অধীনে ‘স্বাস্থ্য ব্যবস্থা শক্তিশালীকরণ’ কার্যক্রমের আওতায় নির্বাচিত স্বাস্থ্য প্রতিষ্ঠানের সার্বিক অবস্থার উপর ‘ফিজিক্যাল মূল্যায়ন’ করা হয়। তারই প্রেক্ষিতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রতিটি বিভাগের কাজ, পরিস্কার-পরিচ্ছন্নতাসহ সকল কক্ষ পরিদর্শন করেন প্রতিনিধিদল।
লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ হানিফ জানান, পরিদর্শক দল হাসপাতালের সামগ্রিক পরিস্কার-পরিচ্ছন্নতার ব্যাপারে সন্তোষ প্রকাশ করেন এবং বিভিন্ন দিক-নির্দেশনা দেন।
এছাড়া পরিদর্শনকালে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তাসহ আবাসিক মেডিকেল অফিসার ডা. ইশতিয়াক উর রহমান, সকল কনসালটেন্ট, মেডিকেল অফিসার, কর্মকর্তা-কর্মচারী পরিদর্শক দলের সাথে সার্বক্ষণিক উপস্থিত থেকে বিভিন্ন কাজে সহযোগিতা করেন।