এলনিউজ২৪ডটকম : লোহাগাড়া থানার সীমানা প্রাচীর (বাউন্ডারী ওয়ালের একাংশ) ধ্বংস হয়েছে আলুবাহী একটি ট্রাকের ধাক্কায়। ৯ ফেব্র“য়ারী ভোর ৫টায় এ ঘটনা ঘটে। এতে ট্রাকটি সীমানা প্রাচীর ভেঙ্গে থানা কম্পাউন্ডে ঢুকে পড়ে।
জানা যায়, রংপুর থেকে গত ৭ ফেব্র“য়ারী রাতে ছেড়ে আসা ট্রাকটি (ঢাকা মেট্রো-ট-১৩-১০৪৪) কক্সবাজার শহরমুখী যাচ্ছিল। ধারণা করা হচ্ছে দীর্ঘ পথ পাড়ি দেয়ায় ক্লান্ত শরীরে ঘটনাস্থলে পৌঁছলে গাড়ি নিয়ন্ত্রণ হারায়। ঘটনার পর চালক গা ঢাকা দেয়। তবে চালক সহকারী মোঃ উজ্জলকে (২৫) আহত অবস্থায় আটক করে পুলিশ। তিনি রংপুরের সীংলা উপজেলার হাটমশরুম এলাকার আবুল হোসেনের পুত্র।
এ রিপোর্ট লেখা পর্যন্ত মামলা হয়নি। আটক চালক সহকারী বর্তমানে লোহাগাড়া থানা হেফাজতে রয়েছে বলে থানা সূত্রে প্রকাশ।