এলনিউজ২৪ডটকম : লোহাগাড়া উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতি লিঃ (বিআরডিবি)’র ব্যবস্থাপনা কমিটির নির্বাচন ২২ ফেব্র“য়ারী অনুষ্ঠিত হয়। কোন পদে একাধিক প্রার্থী না থাকায় সভায় বিধিমালা ২০০৪ এর ৩২(১) বিধি অনুযায়ী প্রার্থীদের বিনা প্রতিদন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করা হয়।
বিনা প্রতিদন্দ্বিতায় নির্বাচিতরা হলেন সভাপতি মোঃ আরমান বাবু, সহ-সভাপতি মোঃ এরশাদুল হক, সদস্য যথাক্রমে মোহাম্মদ হোছাইন, মোঃ রফিকুল আলম, মোঃ জামাল হোসেন, মোক্তার আহমদ ও আবুল হাসেম।
উপজেলা সমবায় অফিসার ও লোহাগাড়া উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতি লিঃ নির্বাচন কমিটির সভাপতি উদয়ন বড়–য়া, সদস্য সুমন কুমার বিশ্বাস ও মোঃ বখতিয়ার আলম এ কমিটি ঘোষণা করেন।