এলনিউজ২৪ডটকম: লোহাগাড়া উপজেলার পদুয়া ওয়ার্ডবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মালিকানাধীন জায়গা দখল চেষ্টার অভিযোগ উঠেছে।
এ নিয়ে সোমবার (২২ এপ্রিল) দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহাম্মদ ইনামুল হাসান এবং সহকারী কমিশনার (ভূমি) নাজমুন লায়েল বরাবর লিখিত অভিযোগ দিয়েছে ওই স্কুলের প্রধান শিক্ষক অলক কান্তি দাশ।

অভিযোগে জানানো হয়, স্থানীয় একটি প্রভাবশালী মহল সম্প্রতি পদুয়া এসিএম উচ্চ বিদ্যালয় এবং এস.আই চৌধুরী বালিকা উচ্চ বিদ্যালয় গেট সংলগ্ন দুটি জমিতে ঘেরাও দিয়ে দখলের চেষ্টা করেন। কেন দখল করেছেন তার সদুত্তর দিতে না পারাই ইউএনও এবং অ্যাসিল্যান্ড বরাবর লিখিত অভিযোগ দেয়া হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহাম্মদ ইনামুল হাসান বলেন , এ বিষয়ে আজকে একটি লিখিত অভিযোগ পেয়েছি। দ্রুতই ব্যবস্থা গ্রহণ করা হবে।