
এলনিউজ২৪ডটকম: লোহাগাড়ায় স্কুলছাত্রীকে উত্ত্যক্ত করায় আব্দুস ছবুর (৪৫) নামে এক যুবক অর্থদন্ডসহ কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। তিনি উপজেলার আমিরাবাদ ইউনিয়নের ৯ নাম্বার ওয়ার্ডের শাহ মোহাম্মদ পাড়ার কালা মিয়ার পুত্র।
রোববার (২ নভেম্বর) রাতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মং এছেন।

সুখছড়ী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ আলী জিন্নাহ জানান, বিকেলে ক্লাস শেষে দশম শ্রেণীর এক ছাত্রী বাড়ি ফিরছিল। এ সময় স্কুল থেকে প্রায় এক কিলোমিটার দূরে সাইনবোড নামক এলাকায় আব্দুস ছবুর নামে এক ব্যক্তি ওই স্কুলছাত্রীকে উত্ত্যক্ত করছিল। আশপাশের লোকজন বিষয়টি বুঝতে পেরে তাকে মরধরের পর আটক করে স্কুলের অফিস কক্ষে নিয়ে আসেন। বিষয়টি উপজেলা প্রশাসনকে অবহিত করা হয়। পরে থানা পুলিশ এসে তাকে নিয়ে যান।
নির্বাহী ম্যাজিস্ট্রেট মং এছেন জানান, স্কুল থেকে বাড়ি ফেরার পথে স্কুলছাত্রীকে উত্ত্যক্ত করায় আব্দুস ছবুর নামে এক ব্যক্তিকে ১৫ দিনের বিনাশ্রম কারাদন্ডসহ ৫ হাজার টাকা অর্থদন্ড প্রদান করা হয়েছে। জনস্বার্থে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।
লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান জানান, সোমবার (৩ নভেম্বর) দন্ডপ্রাপ্ত ব্যক্তিকে কারাগারে সোপর্দ করা হয়েছে।
Lohagaranews24 Your Trusted News Partner