এলনিউজ২৪ডটকম: লোহাগাড়ায় সাড়ে ৫৭ লিটার চোলাইমদসহ ৩ মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।
সোমবার (২৬ মে) দিনগত রাত ১টার দিকে উপজেলার পদুয়া ইউনিয়নের ৫ নাম্বার ওয়ার্ডের উত্তর জলদাস পাড়ায় পুলিশ ও সেনাবাহিনী যৌথ অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন একই এলাকার মৃত ভাটিরাম জলদাসের পুত্র কমল জলদাস (৪৫), হরিলাল জলদাসের পুত্র আশীষ জলদাস (২৫) ও মৃত তুফান জলদাসের পুত্র বাবলু জলদাস (২০)।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে উত্তর জলদাস পাড়ায় কমল জলদাসের বাড়িতে অভিযান পরিচালনা করা হয়। এ সময় তার বাড়ির পাশে বাগানে তাবুর ভেতরে রাখা কমল জলদাসের কাছ থেকে ২২ লিটার, আশীষ জলদাসের কাছ থেকে ১৫.২৫ লিটার ও বাবলু জলদাসের কাছ থেকে ২০.২৫ লিটার দেশীয় তৈরি চোলাই মদ উদ্ধার করা হয়েছে।
লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান জানান, চোলাইমদসহ গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়। মঙ্গলবার (২৭ মে) সকালে তারেদকে আদালতে সোপর্দ করা হয়েছে।