ব্রেকিং নিউজ
Home | ব্রেকিং নিউজ | লোহাগাড়ায় সাড়ে ৩ লাখ ঘনফুট বালু জব্দ

লোহাগাড়ায় সাড়ে ৩ লাখ ঘনফুট বালু জব্দ

এলনিউজ২৪ডটকম: লোহাগাড়ার পুটিবিলা ও চুনতি ইউনিয়নে অভিযান চালিয়ে সাড়ে ৩ লাখ ঘনফুট বালু জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। গত মঙ্গলবার ও বুধবার পৃথক অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুহাম্মদ ইনামুল হাছান।

অভিযানে পুটিবিলার মাদার চর এলাকায় ৩টি স্তুপে ১ লাখ ১০ হাজার ঘনফুট, রামবিলায় ১টি স্তুপে ৯০ হাজার ঘনফুট, নলবুনিয়ায় ১টি স্তুপে ১ লাখ ঘনফুট, চুনতিতে ফারেঙ্গা ভাঙ্গা ব্রিজ এলাকায় ১টি স্তুপে ১২ হাজার ঘনফুট, পানত্রিশা জামতল এলাকায় ১টি স্তুপে ১৮ হাজার ঘনফুট ও পানত্রিশা কিল্লাখোলা এলাকায় ২০ হাজার ঘনফুট বালু জব্দ করা হয়েছে।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মুহাম্মদ ইনামুল হাছান জানান, বিভিন্ন খাল ও ছড়া থেকে অবৈধভাবে উত্তোলিত সাড়ে ৩ লাখ ঘনফুট বালু জব্দ করা হয়েছে। জব্দকৃত বালু বৃহস্পতিবার (৯ জানুয়ারি) সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে জনসম্মুখে নিলাম দেয়া হবে। জনস্বার্থে ও পরিবেশের ভারসাম্য রক্ষার্থে এই ধরণের অভিযান অব্যাহত থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!