এলনিউজ২৪ডটকম : লোহাগাড়ায় রাস্তার উপর নির্মাণ সামগ্রী রেখে জনচলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টির অপরাধে মো. শাহাবুদ্দিন (৩৫) নামে এক ব্যক্তিকে ১০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
রোববার (২৯ জানুয়ারি) সকাল সাড়ে ১১টায় সদর ইউনিয়নের ১নং ওয়ার্ডের কাজীর পুকুর পাড়ের পূর্বে জোনাইবির পাড়ায় অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ শাহজাহান।
তিনি জানান, এলাকাবাসীর অভিযোগের প্রেক্ষিতে রাস্তার উপর নির্মাণ সামগ্রী রেখে জনচলাচলে বিঘœ ঘটানোর অপরাধে অভিযান পরিচালনা করা হয়। এ সময় ঘটনার সত্যতা পাওয়ায় স্থানীয় সরকার ইউনিয়ন পরিষদ আইন, ২০০৯ মোতাবেক জরিমানা করা হয়েছে। এছাড়া আজকের মধ্যে রাস্তার উপর থেকে নির্মাণ সামগ্রী সরিয়ে নেয়ার জন্য মালিকদের নির্দেশনা প্রদান করা হয়।
অভিযানে স্থানীয় ইউপি সদস্য জাফর আহমদ, থানার এসআই মামুনুর রশীদসহ পুলিশ ও আনসার বাহিনীর সদস্যরা সার্বিক সহযোগিতা করেন।