এলনিউজ২৪ডটকম : লোহাগাড়ায় রাস্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা মাওলানা সরওয়ার কামালের (৮১) দাফন সম্পন্ন হয়েছে। রোববার (৮ অক্টোবর) রাত ৯টায় পদুয়া ইউনিয়নের ছগিরা পাড়া জামে মসজিদ মাঠে নামাজে জানাজা অনুষ্ঠিত হয়েছে।
জানাজা পূর্বে লোহাগাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শরীফ উল্যাহর নেতৃত্বে পুলিশের একটি চৌকস দল তাঁকে গার্ড অব অনার প্রদান করেন। পরে তাঁকে সামাজিক কবরস্থানে দাফন করা হয়েছে।

জানা যায়, বীর মুক্তিযোদ্ধা মাওলানা সরওয়ার কামাল বার্ধক্যজনিত রোগে একইদিন দুপুর ১২টায় নগরীর বাসভবনে ইন্তেকাল করেছেন (ইন্নানিল্লাহে….রাজেউন)। তিনি উপজেলার পদুয়া ইউনিয়নের ছগিরা পাড়ার সাবেক ইউপি চেয়ারম্যান মৃত মাওলানা মোস্তফিজুর রহমানের পুত্র। মৃত্যুকালে তিনি স্ত্রী ও এক পুত্র সন্তানসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
প্রয়াতের ভাতিজা ইঞ্জিনিয়ার এস এম জাবেদ করিম জানান, মুক্তিযুদ্ধ চলাকালে মাওলানা সরওয়ার কামাল ভারতের দেমাগ্রী ক্যাম্পের পরিচালক ছিলেন। এছাড়া অবিভক্ত চট্টগ্রাম জেলা ছাত্রলীগের সহ-সভাপতির দায়িত্ব পালন করেছিলেন।