এলনিউজ২৪ডটকম : লোহাগাড়ায় ১ ডিসেম্বর বৃহস্পতিবার সকালে আধুনগর ইসলামিয়া ফাজিল মাদ্রাসা থেকে আনুষ্ঠানিকভাবে মাদক বিরোধী প্রচারণা শুরু করা হয়।
“আসুন ধর্মীয় অনুশাসনগুলো মেনে চলি, অপরাধমুক্ত জীবন গড়ি” ও “আমরা ভালবাসি নিজেকে, ঘৃণা করি মাদককে” এই শ্লোগানকে সামনে রেখে যৌথভাবে মাদক বিরোধী জনসচেতনামূলক প্রচারণা শুরু করে লোহাগাড়ার প্রথম অনলাইন পত্রিকা lohagaranews24.com, Lohagarabarta.com ও মাদক বিরোধী ফেসবুক গ্র“প We love to see dreams (আমরা সপ্ন দেখতে ভালবাসি)।
এ সময় উপস্থিত ছিলেন আধুনগর ইসলামিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ আবু মুসা মুহাম্মদ খালিদ জামিল, লোহাগাড়ানিউজ২৪ডটকম সম্পাদক অধ্যাপক মুহাম্মদ আবদুল খালেক, লোহাগাড়াবার্তাডটকম’র জাহেদুল ইসলাম, “আমরা সপ্ন দেখতে ভালবাসি” মাদকবিরোধী ফেসবুক গ্র“পের এডমিন মুহাম্মদ ওমর ফারুক, সাজ্জাদ হোসাইনসহ মাদ্রাসার শিক্ষক ও শিক্ষার্থীরা।