ব্রেকিং নিউজ
Home | ব্রেকিং নিউজ | লোহাগাড়ায় যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে র‌্যালী

লোহাগাড়ায় যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে র‌্যালী

এলনিউজ২৪ডটকম: লোহাগাড়ায় যুবদলের ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে এক বর্ণাঢ্য র‌্যালী অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৮ অক্টোবর) বিকেলে র‌্যালীটি চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে উপজেলা সদর প্রদক্ষিণ করে।

র‌্যালীতে নেতৃত্ব দেন উপজেলা যুবদলের সাবেক যুগ্ম আহবায়ক মোহাম্মদ মুসলিম উদ্দিন। পরে সংক্ষিপ্ত সমাবেশে তিনি বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বাংলাদেশের যুবসমাজকে সংগঠিত করে দেশগঠনের মহান লক্ষ্য নিয়েই জাতীয়তাবাদী যুবদল প্রতিষ্ঠা করেছিলেন। প্রতিষ্ঠার পর থেকেই যুবদল গণতন্ত্র, স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার আন্দোলনে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। আজও সেই গৌরবময় ঐতিহ্যের ধারাবাহিকতা ধরে রেখে যুবদল মাঠে রয়েছে, জনগণের অধিকার আদায়ের আন্দোলনে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

র‌্যালীতে উপজেলা, ইউনিয়ন এবং ওয়ার্ড যুবদলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!