এলনিউজ২৪ডটকম: লোহাগাড়ায় মূল্য তালিকা যথাযথভাবে সংরক্ষণ না করায় ৩ দোকানিকে সাড়ে ৭ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
শুক্রবার (১৪ জুন) দুপুরে উপজেলা সদর বটতলী স্টেশনে অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নাজমুন লায়েল।

অভিযানে মোহাম্মদ আলীকে ৩ হাজার টাকা, হাজী ফিরোজ স্টোরকে ১ হাজার ৫শ টাকা ও মো. ইসলামকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট নাজমুন লায়েল জানান, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দামের স্থিতিশীলতা বজায় রাখতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়েছে। অভিযানে মূল্য তালিকা যথাযথভাবে সংরক্ষণ না করায় তিন দোকানিকে জরিমানা করা হয়। জনস্বার্থে এই ধরণের অভিযান অব্যাহত থাকবে।