এলনিউজ২৪ডটকম : লোহাগাড়ায় বীর মুক্তিযোদ্ধা যাচাই-বাচাই কার্যক্রম ২০১৭ সালের ২৮ জানুয়ারী শুরু হয়ে গত ২৩ ফেব্র“য়ারী রাতে সম্পন্ন হয়েছে। মোট ৯৩ জন বীর মুক্তিযোদ্ধা এ যাচাই-বাচাইয়ের সম্মুখিন হন। অনলাইনে আবেদনকারী ৫৭ জন, জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল (জামুকা) এর প্রেরিত তালিকা মতে ১৩ জন, স্থানীয়ভাবে অভিযুক্ত লাল মুক্তিবার্তার তালিকাভূক্ত ১ জন ও সরকারী গেজেটভুক্ত ২৩ জন।
যাচাই-বাচাই কমিটিতে রয়েছেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার মোশারফ হোসেন এমপি, লোহাগাড়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোহাম্মদ ফিজনূর রহমান, মুক্তিযোদ্ধা এ.কে. রশিদ আহমদ ছিদ্দিকী, মুক্তিযোদ্ধা সংসদ লোহাগাড়া উপজেলা কমান্ডার আকতার আহমদ সিকদার, মুক্তিযুদ্ধকালীন গ্র“প কমান্ডার মোস্তফিজুর রহমান চৌধুরী, মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটী কমান্ডার আবদুল হামিদ ও বীর মুক্তিযোদ্ধা জসিম উদ্দিন প্রমুখ।

লোহাগাড়া উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ ফিজনূর রহমান সূত্রে জানা যায়, যাচাই-বাচাইকৃত বীর মুক্তিযোদ্ধাদের তালিকা অতি শীঘ্রই টাঙ্গিয়ে দেয়া হবে।
অপরদিকে, লাল মুক্তিবার্তায় অন্তর্ভূক্ত পুটিবিলার আবদুস ছালাম মাষ্টারের বিরুদ্ধে আমিরাবাদের মুক্তিযোদ্ধা দীনবন্ধু নাথ মুক্তিযুদ্ধকালীন রাজাকার ছিলেন বলে অভিযোগ আনায়ন করেছেন। আবদুস ছালাম মাষ্টার তা অস্বীকার করেছেন।