Home | লোহাগাড়ার সংবাদ | লোহাগাড়ায় মিনিট্রাক ও ১৪শ লিটার বাংলামদসহ আটক ২

লোহাগাড়ায় মিনিট্রাক ও ১৪শ লিটার বাংলামদসহ আটক ২

53

এলনিউজ২৪ডটকম : চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের উপজেলার বটতলী মোটর ষ্টেশন হতে ১০ ডিসেম্বর ভোর সাড়ে ৫টা ১৪শ লিটার বাংলামদ ও মদ পাচারে ব্যবহৃত মিনিট্রাকসহ ২ জনকে আটক করেছে লোহাগাড়া থানা পুলিশ।

আটককৃতরা হল হারবাং আজিজনগর কলতলী এলাকার আহমদ কবিরের পুত্র কুখ্যাত মাদক সম্রাট তোফাইল্যার ছোট ভাই মোরশেদ (২৫) ও আধুনগর মছদিয়ার বিপুতি বড়–য়ার পুত্র পিন্টু বড়–য়া (৩০)।অভিযান পরিচালনা করেন লোহাগাড়া থানার এসআই মুহাম্মদ সোলাইমান পাটোয়ারী, এসআই সেকাব উদ্দিন সেলিম ও এএসআই ইকরাম।

এসআই সোলাইমান পাটোয়ারী জানিয়েছেন, গোপন সংবাদের ভিত্তিতে ঘটনাস্থলে চট্টগ্রাম শহরমুখী মিনিট্রাক (চট্টমেট্রো- ১১-৫০৭৯) থামায়। পরে তল্লাশি চালিয়ে ১৪শ লিটার চোলাইমদসহ ২ জনকে আটক করা হয়। আটককৃতরা জানান, তারা বাংলামদগুলো মইজ্যারটেক এলাকার জনৈক দিদারের কাছে নিয়ে যাচ্ছি।

এ ব্যাপারে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজুর প্রক্রিয়া চলছে বলে থানা সূত্রে জানা যায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!