এলনিউজ২৪ডটকম: লোহাগাড়ার আমিরাবাদ মল্লিক ছোয়াং হাজির পাড়া এলাকায় ভোগ দখলীয় জায়গা করতে বাধা দেয়ার অভিযোগ আনা হয়েছে।
বুধবার (২৫ ডিসেম্বর) দুপুরে উপজেলা সদরের এক রেস্টুরেন্টের হল রুমে সংবাদ সম্মেলন করেন জানান ভূক্তভোগী মাঈনুদ্দীন।

তিনি জানান, গত ২১ ডিসেম্বর দুপুরে তপশীলোক্ত জায়গায় সীমানা প্রাচীর স্থাপন করার জন্য মিনিট্রাকে করে ইট আনেন। এই সময় প্রতিপক্ষ জাহেদ হোসাইন, তার স্ত্রী রহিমা বেগম ও তার পুত্র রাজিব হোসাইনের নেতৃত্বে ইট বহনকারী চালককে অকথ্য ভাষায় গালিগালাজ করে এবং ইট দিয়ে গাড়ির সামনে গ্লাস ভেঙ্গে দেয়।
তাদের শোরচিৎকারে এগিয়ে আসলে প্রতিপক্ষরা আমি ও আমার ভাই হাসানকে মারধর করে। এছাড়া তারা আমাদেরকে জানে মেরে ফেলারও চেষ্টা করে। আমাদের শোরচিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসলে প্রতিপক্ষরা পালিয়ে যায়। বর্তমানে আমরা জীবনের নিরাপত্তাহীনতায় ভূগছিল।
সংবাদ সম্মেলনে আরো জানান, হামলাকারীদের চিহ্নিত করে দ্রুত আইনের আওতায় আনার দাবী জানান ভূক্তভোগী পরিবার।