এলনিউজ২৪ডটকম: বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতায় কামনা, বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলন, সম্প্রতি বন্যায় নিহতের স্মরণে লোহাগাড়া উপজেলা বিএনপি এবং অঙ্গসংগঠনের উদ্যোগে দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সংলগ্ন চৌধুরী গেস্ট হাউসে আয়োজিত সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এস এম ছলিম উদ্দিন খোকন চৌধুরী।
এতে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক সালাউদ্দিন চৌধুরী সোহেল। উপজেলা শ্রমিক দলের সভাপতি এস এম জাকারিয়ার সঞ্চালনায় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা এলডিপির সাধারণ সম্পাদক শাহ আলম, চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রদলের সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক সলিমুল্লাহ চৌধুরী ডালিম, দক্ষিণ জেলা যুবদলের সহ-সাধারণ সম্পাদক আবু সালেহ, উপজেলা যুবদলের সদস্য সচিব মো. রাশেদ, উপজেলা যুবদলের সাবেক যুগ্ম আহবায়ক মো. মুসলিম উদ্দিন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি বাহাদুর চৌধুরী, আমিরাবাদ ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক নেজাম উদ্দিন মেম্বার, চরম্বা ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক নুরুল কবির, উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক মো. ইছহাক, যুবদল নেতা নজরুল ইসলাম, আবুল বশর, মকসুদ চৌধুরী, মোরশেদ, হেলাল, সোহেল, জাফর কোং, জেয়াবুল, আনোয়ার, আবছার, মুন্না, ইকবাল, আলমগির, মঈন, ইয়াছিন, বেলাল কোং, জাহেদ, মোস্তাক আলম, জসিম, ছাত্রদল নেতা ইলিয়াছ এইচ খান, মোরশেদ, মিনহাজ, দিদার ও জুনায়েদ প্রমুখ।
আলোচনা সভার পূর্বে ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকীতে দলের প্রতিষ্ঠাতা ও স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের প্রতি শ্রদ্ধা নিবেদন, বেগম খালেদা জিয়ার সুস্থতায় কামনা, বন্যাদুর্গত অসহায় মানুষের কষ্ট লাঘবে ও সম্প্রতি বৈষম্যবিরোধী আন্দোলনে নিহতদের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।