এলনিউজ২৪ডটকম: লোহাগাড়ার পুটিবিলায় বন্যহাতির আক্রমণে হামিদা বেগম (৫২) নামে এক নারী নিহত হয়েছেন।
রোববার (১৯ মে) রাত সাড়ে ৮টার দিকে ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের পহরচাঁন্দা আশ্রয়ণ প্রকল্পের উত্তর-পশ্চিমে মাথা কাটার জোর নামক এলাকায় এই ঘটনা ঘটে। হামিদা বেগম ওই এলাকার মৃত নাজির হোসেনের স্ত্রী ও দুই সন্তানের জননী।
স্থানীয়রা জানান, হামিদা বেগম বসতঘর থেকে বের হয়ে গ্রামীণ সড়ক দিয়ে পার্শ্ববর্তী দোকানে যাচ্ছিলেন। এই সময় ঘটনাস্থলে একটি বন্যহাতির মুখোমুখি হয়। এক পর্যায়ে বন্যাহাতি তাকে আক্রমণ করে। পরে হাতি চলে যাবার পর স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা সদরের এক বেসরকারি হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
স্থানীয় ইউপি সদস্য আবদুল মান্নান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বন্যহাতির আক্রমণে নিহত নারীকে হাসপাতাল থেকে বাড়িতে নিয়ে যাওয়া হয়েছে। তাকে দাফনের প্রস্তুতি নেয়া হচ্ছে।