এলনিউজ২৪ডটকম: লোহাগাড়ায় পবিত্র রমজান উপলক্ষে শারিরীক প্রতিবন্ধী ব্যক্তি ও অটিজম শিশুদের মাঝে ইফতার সামগ্রী ও নগদ টাকা বিতরণ করা হয়েছে।
সোমবার (১৮ মার্চ) বিকেলে লোহাগাড়া ডায়াবেটিক জেনারেল হাসপাতালের উদ্যোগে হাসপাতাল প্রাঙ্গণে ইফতার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহাম্মদ ইনামুল হাছান।

এই সময় উপস্থিত ছিলেন হাসপাতালের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান প্রতিবন্ধীবান্ধব সমাজকর্মী আরমান বাবু রোমেল, হাসপাতালের পরিচালক রফিকুল ইসলাম চৌধুরী, রাশেদুল হক ও ক্যাশিয়ার নুরুল আমিন প্রমুখ।
উল্লেখ্য, উপজেলার বিভিন্ন ইউনিয়নের দুই শতাধিক শারিরীক প্রতিবন্ধী ব্যক্তি ও অটিজম শিশুদের মাঝে এই ইফতার সামগ্রী, নগদ টাকা এবং এক প্রতিবন্ধীকে হুইল চেয়ার বিতরণ করা হয়েছে।
পরে ইউএনও মুহাম্মদ ইনামুল হাছান হাসপাতালের বিভিন্ন কার্যক্রম ও চক্ষু হাসপাতাল ঘুরে দেখেন। এই সময় তিনি হাসপাতালের কার্যক্রম দেখে সন্তুষ প্রকাশ করেন।